ইয়াবা ও গাঁজাসহ আটক ২ যুবদল কর্মী, কুমিল্লার লালমাইয়ে যৌথবাহিনীর অভিযান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কুমিল্লার লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য ও নগদ অর্থ।..

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি দক্ষিণ পাড়ায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৬০ পিস ইয়াবা, ৩০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আটিটি গ্রামের মানিক খন্দকারের ছেলে হিরণ খন্দকার (৩৯) এবং আবুল হাসেমের ছেলে মো. শহীদুল্লাহ রাসেল (৪০)। তারা উভয়েই স্থানীয়ভাবে যুবদলের কর্মী হিসেবে পরিচিত। শুক্রবার রাতে যৌথবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাহাদীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকসহ গ্রেপ্তার হওয়া এই দুই যুবদল কর্মী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। অভিযানের সময় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য এবং যুবদল নেতা খন্দকার ফরিদ আহমেদও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, "গ্রেপ্তারকৃতরা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এলাকায় সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।"

তবে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তিনি বলেন, "যৌথবাহিনীর অভিযানে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।"

স্থানীয় জনগণের দাবি, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সমাজ থেকে মাদক ব্যবসা অনেকাংশে কমে আসবে। যৌথবাহিনীর এ ধরনের কার্যক্রমে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।

Tidak ada komentar yang ditemukan