ই রা নে র সঙ্গে এক মাস যু দ্ধ চললে ই স রা ই লে র ব্যয় হবে এক কোটি ২০ লক্ষ মার্কিন ডলার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আট দিন ধরে চলছে ইরান-ইসরায়েল যুদ্ধ। এখনও সংযমের লক্ষণ নেই! এ ভাবে যদি মাসখানেক যুদ্ধ চলে, তা হলে ইসরায়েলের কোষাগারে বেশ চাপ পড়বে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞেরা। তাঁদের দাবি, এখন যে আগ্রাসী মনোভাব ..

মার্কিন সংবাদপত্র ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, অর্থনীতিবিদদের দাবি, ইরানের সঙ্গে লড়াই যদি এক সপ্তাহ চলে বা বড়জোর দু’সপ্তাহ, যুদ্ধের খরচ নিয়ে খুব বেশি ভাবিত হবে না ইসরায়েল। কিন্তু তার বেশি হলেই কোষাগারের চাপ সামাল দেওয়া মুশকিল হবে।

অর্থনীতিবিদদের দাবি, যুদ্ধ যদি এক মাস চলে, ইসরায়েলকে প্রায় এক কোটি ২০ লক্ষ মার্কিন ডলার খরচ করতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় এক লক্ষ ২০ হাজার ৩৯৭ কোটি টাকা।

Hiçbir yorum bulunamadı