ই'স'রা'য়ে'ল'কে পাল্টা হু'ম'কি ইরানের: “২০ গুণ বেশি বিধ্বংসী ক্ষে'প'ণা'স্ত্র প্রস্তুত..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইসরায়েলের হামলার জবাবে ইরান ঘোষণা দিয়েছে পরবর্তী পাল্টা আঘাত হবে ‘২০ গুণ বেশি শক্তিশালী’। তেহরান থেকে করমানশাহ — বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা অঞ্চল। ক্ষুব্ধ ইরানি জনতা বলছে, এবার আর পিছু হটার সুযোগ নে..

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এখন যেন সরাসরি যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইসরায়েলের চালানো হামলার জবাবে তেহরানের আকাশে বারবার গর্জে উঠেছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

এই সময় করমানশাহের সামরিক ঘাঁটি এবং তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের আশপাশে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মাঝে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র একটি বিস্ফোরক বিবৃতি দিয়ে জানিয়েছেন, “আমাদের পরবর্তী ক্ষেপণাস্ত্র হামলা হবে আগের চেয়ে ২০ গুণ বেশি শক্তিশালী। শত্রুরা পালাবার পথ পাবে না।”

ইরানের জনগণ বছরের পর বছর ধরে যুদ্ধের হুমকি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাঝেও জীবন চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় শুধু সেনা কর্মকর্তা বা গবেষকরাই নয়, সাধারণ নাগরিকও ক্ষতিগ্রস্ত হয়েছেন — কেউ প্রাণ হারিয়েছেন, কেউ গুরুতর আহত।

জনমনে গভীর ক্ষোভ তৈরি হয়েছে। তেহরানের রাস্তায় কথা বললে শোনা যায় একটাই সুর— “এবার আর চুপ করে বসে থাকা নয়।” নেতানিয়াহুর হুমকির পরিপ্রেক্ষিতে জনগণের প্রতিক্রিয়া আরও তীব্র হয়েছে। অনেকে বলছেন, ইরানের ভূখণ্ডে এইভাবে আঘাত আসা মানে যুদ্ধ ঘোষণা করা — আর তার জবাব দিতেই হবে।

এই পরিস্থিতিকে ঘিরে জাতিসংঘ ও বিভিন্ন শক্তিধর দেশ এখন গভীর উদ্বেগে। আমেরিকা, রাশিয়া, চীনসহ একাধিক রাষ্ট্র সংঘাত প্রশমনে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সামান্য ভুলেও বড় যুদ্ধ বাঁধতে পারে — যার প্রভাব পড়বে গোটা বিশ্বে।

বিশেষজ্ঞদের মতে, ইরানের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরেই উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি করে আসছে। এখন যখন তারা বলছে “২০ গুণ বেশি শক্তিশালী” হামলা হবে, তখন তা নিছক রাজনৈতিক বার্তা নয় — বরং একটি রূপরেখা।

তেহরান সম্ভবত তাদের শক্তি প্রদর্শনের মাধ্যমে কৌশলগত সুবিধা নিতে চাচ্ছে। তবে এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।

No se encontraron comentarios