হত্যার ২১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করলো র‌্যাব-১১..

GK Shohag avatar   
GK Shohag
জিকে সোহাগ, স্টাফ রিপোর্টার

নারায়নগঞ্জের ফতুল্লায় আলোচিত মুরাদ হত্যার ২১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে, ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর  স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ২১ বছর পর, ফতুল্লায় কিশোর মুরাদ হত্যা মামলায় মাসুম নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুম ফতুল্লা তল্লা ছোট মজিদ মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। আর নিহত কিশোর মুরাদ একই এলাকার পনির হোসেনের ছেলে। 

জানা যায়, ২০০৪ সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামী মো.মাসুদ ও তার সহযোগিরা মিলে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা খানায় হত্যা মামলা দায়ের করে। সেই মামলার বিচার কার্যক্রম শেষে মহামান্য আদালত এই রায় ঘোষণা করেন।

আলোচিত এই হত্যাকান্ডের রায় ঘোষনার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুম পলাতক ছিল। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাসুমকে র‍্যাব ১১ এর একটি অভিযানিক মঙ্গলবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Nenhum comentário encontrado