হতাহতের সংখ্যা গোপনের অভিযোগ ভিত্তিহীন, বিভ্রান্তিকর অপপ্রচারে সরব এক শ্রেণি , উপদেষ্টা আসিফ মাহমুদ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Following the tragic plane crash at Milestone College, some quarters are spreading rumors of data suppression, says Advisor Asif Mahmud. He assured full transparency and active coordination in publish..

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর হতাহতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, সরকার ও প্রশাসন নিহতদের তথ্য প্রকাশে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখছে।

রাজধানীর মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই, এ নিয়ে কিছু মহল গুজব ছড়াতে ব্যস্ত হয়ে উঠেছে। বিশেষ করে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করা হচ্ছে—এমন অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। এই বিষয়ে সরকার পক্ষ থেকে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২২ জুলাই) উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেজে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, “বিভিন্ন মহল দাবি করছে যে, হতাহতের তথ্য গোপন করা হচ্ছে। এটি একটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই, এই দাবি সত্য নয়।”

তিনি আরও বলেন, সরকার, সশস্ত্র বাহিনী, স্থানীয় প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং হাসপাতাল মিলে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছে যেন কোনোরকম তথ্য গোপন না থাকে এবং প্রতিটি নিহত ও আহতের সঠিক তালিকা নির্ভুলভাবে প্রকাশ করা যায়।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তকরণেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যেসব মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, সেগুলোর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

আহতদের চিকিৎসা নিয়েও আশ্বস্ত করেছেন তিনি। ঢাকার বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব চিকিৎসাকেন্দ্র প্রস্তুত রয়েছে এবং চিকিৎসা অব্যাহত রয়েছে। সরকার চাইছে কোনো আহত বা পরিবার যেন অবহেলার শিকার না হন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “এই দুর্ঘটনায় যদি আপনার পরিচিত কেউ নিখোঁজ থাকেন, তাহলে অনতিবিলম্বে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথিপত্রের মাধ্যমে নিখোঁজদের তথ্য যাচাই করা হচ্ছে।”

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান যেন কেউ গুজব বা অসত্য তথ্য প্রচারে অংশ না নেন। পাশাপাশি সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান এবং দৃষ্টিনন্দন সহানুভূতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এই দুর্ঘটনায় জাতি শোকাহত। সরকার জানে, পরিস্থিতি স্পর্শকাতর। তাই কোনো রকম গুজব বা ভ্রান্ত ধারণা যাতে গণমানুষকে প্রভাবিত না করতে পারে, সে বিষয়ে সকলকে সজাগ ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা।

Tidak ada komentar yang ditemukan