হৃদয়ে খুলনা গ্রুপের সামাজিক সংগঠনের পক্ষ থেকে শরিফুল ইসলামকে নদগ আর্থিক সহায়তা প্রদান।..

MD ABDULLAH avatar   
MD ABDULLAH
এমন সংকটময় মুহূর্তে এগিয়ে এসেছে হৃদয়ে খুলনা গ্রুপের সামাজিক সংগঠন। জুমার নামাজের পরে শরিফুল ইসলাম এবং তার পরিবার হাতে নগদ ৩২০০ টাকা তুলে দেন হৃদয় খুলনা গ্রুপের এডমিন মো: আব্দুল্লাহ, ফয়সাল আহমেদ, ন..

হৃদয়ে খুলনা গ্রুপের সামাজিক সংগঠনের পক্ষ থেকে শরিফুল ইসলামকে নদগ আর্থিক সহায়তা প্রদান।

খুলনার যুবক শরিফুল ইসলাম বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তার শরীরে ধরা পড়েছে মরণব্যাধি ক্যান্সার। চিকিৎসকের পরামর্শে ইতোমধ্যে শরিফুলের দুটি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসা শেষ করতে হলে তাকে নিতে হবে আরও একটি কেমোথেরাপি।

কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। শরিফুলের পরিবারটি আর্থিকভাবে অস্বচ্ছল। ইতোমধ্যে চিকিৎসা ব্যয়ে নিঃস্ব প্রায়। চিকিৎসকের পরামর্শমতো তৃতীয় কেমো না নিলে শরিফুলের জীবন ঝুঁকির মুখে পড়বে বলে জানানো হয়েছে।

এমন সংকটময় মুহূর্তে এগিয়ে এসেছে হৃদয়ে খুলনা গ্রুপের সামাজিক সংগঠন। জুমার নামাজের পরে শরিফুল ইসলাম এবং তার পরিবার হাতে নগদ ৩২০০ টাকা তুলে দেন হৃদয় খুলনা গ্রুপের এডমিন মো: আব্দুল্লাহ, ফয়সাল আহমেদ, নাইম ফারহান উপস্থিত থেকে। এবং শরিফুল ইসলাম সমাজের হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। যেকোনো সহায়তা পাঠানো যাবে শরিফুল গাজীর ব্যক্তিগত বিকাশ নম্বরে: ০১৯০৬৪০৭০৯৬।

জীবনের এই কঠিন লড়াইয়ে শরিফুলকে বাঁচাতে আপনার একটি ছোট সহযোগিতাও হতে পারে তার জন্য আশার আলো।

Walang nakitang komento