close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় দুই বছরের শিশু ফাইজা নিহত  ..

এইচ,এম,এ ভূঁইয়া avatar   
এইচ,এম,এ ভূঁইয়া
উপজেলা পরিষদ চত্বরে মর্মান্তিক দুর্ঘটনা, এসিল্যান্ডের দাবি—গাড়িতে তিনি ছিলেন না; তদন্তের আশ্বাস প্রশাসনের  ..

কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ চত্বরে বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই বছরের শিশু ফাইজা আক্তার। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ি দ্রুতগতিতে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে প্রবেশ করে। এ সময় ফাইজা তার মায়ের সঙ্গে সেখানে অবস্থান করছিল। হঠাৎ গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

নিহত ফাইজা বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়া গ্রামের ফাইজুল হকের মেয়ে। ফাইজুল হক একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন এবং পরিবারসহ হোমনায় বসবাস করছিলেন। দুর্ঘটনার পর শিশুটির মা কান্নায় ভেঙে পড়েন এবং অভিযোগ করেন যে গাড়িটি অতিরিক্ত দ্রুতগতিতে প্রবেশ করেছিল।  

স্থানীয়রা ঘটনাটি নিশ্চিত করেছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, “দুর্ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না।” তিনি আরও জানান, গাড়িটি তার সরকারি ব্যবহারের হলেও চালকের অসতর্কতায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।  
তারা জানিয়েছেন, চালক তওয়াবুর হোসেন দুর্ঘটনার পর পলাতক এবং তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।  
উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator