close
  
  
         
লাইক দিন পয়েন্ট জিতুন!
হজ নিবন্ধনে সাড়া কম বিমানের ভাড়া কমানোর উদ্যোগ! ধর্ম মন্ত্রণালয়ের হস্তক্ষেপে হজ যাত্রীদের জন্য সুখবর
 
			 
				
					আগামী বছর হজে যাওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল রোববার। তবে গত বৃহস্পতিবার রাত পর্যন্ত সরকারি-বেসরকারি মিলে মোট ৫৫ হাজার ৬৫২ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। অথচ বাংলাদেশ সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী, বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। অর্থাৎ, এখন পর্যন্ত হজ যাত্রীদের জন্য প্রায় ৭১ হাজার ৫৪৫টি আসন খালি রয়েছে।
এই অবস্থায়, হজ কোটা পূরণে সমস্যা দেখা দেওয়ায় ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে বিমানের ভাড়া কমানোর জন্য একটি চিঠি পাঠিয়েছে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফকে এক চিঠি দিয়েছেন, যাতে বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৪০ হাজার টাকায় নির্ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।
এ চিঠিতে খালিদ হোসেন বলেন, "বিমান ভাড়া কমানো হলে বাংলাদেশের হজ কোটা পূরণ সহজ হবে। পাশাপাশি, সৌদি সরকারের কাছে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস বাণিজ্যিকভাবে লাভবান হবে।" তিনি আরও জানান, "বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে তাদের জবাব দেননি, তবে প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানো হয়েছে। যদি বিমান ভাড়া কমানো না হয়, তাহলে আমরা প্রয়োজন হলে তৃতীয় পক্ষের এয়ারলাইন্স খুলে দেব। অর্থাৎ, অন্য যেকোনো এয়ারলাইনসও হজ যাত্রী পরিবহন করতে পারবে।"
বর্তমানে বাংলাদেশ থেকে মোট তিনটি এয়ারলাইনস হজ ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে একটি রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনস ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস’ এবং বাকি দুটি সৌদি আরবের এয়ারলাইনস ‘সৌদিয়া’ ও ‘ফ্লাইনাস’।
২০২৫ সালের হজে যাওয়ার জন্য সরকার গত ৩০ অক্টোবর দুটি প্যাকেজ ঘোষণা করেছে। ঘোষিত সাশ্রয়ী প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২৪২ টাকা। অন্য প্যাকেজের খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এসব প্যাকেজে বিমান ভাড়া ২০২৪ সালের চেয়ে কমিয়ে অন্তত ২৭ হাজার টাকা কমানো হয়েছে। তবে সরকারি প্যাকেজে খাবার খরচ ৪০ হাজার টাকা এবং কোরবানির জন্য ৭৫০ সৌদি রিয়াল আলাদাভাবে নিতে বলা হয়েছে। গত বছর এই খাবার খরচ প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। সরকারি প্যাকেজের সঙ্গে মিল রেখে বেসরকারি এজেন্সি মালিকরাও একাধিক প্যাকেজ ঘোষণা করেছেন, তবে তারা বিমানের ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছিলেন।
হজযাত্রীদের সুবিধার জন্য বিমান ভাড়া কমানো এবং কোটা পূরণের জন্য ধর্ম মন্ত্রণালয়ের এই উদ্যোগের কারণে হজযাত্রীদের জন্য একটি নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			