close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হজ করে দেশে ফিরলেন ৫১ হাজার ৬১৫ হাজি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সৌদি আরব থেকে পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৫১,৬১৫ জন হাজি; ৩৮ জন বাংলাদেশি মারা গেছেন, চলেছে স্বাস্থ্যসেবা ও শেষ ফিরতি ফ্লাইটের প্রস্তুতি।..

পবিত্র হজ পালনের সফল সমাপ্তি ঘটিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ৫১,৬১৫ জন হাজি। সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরে এসেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৬ হাজার ৬০৮ জন হাজি। বর্তমানে শেষ ফিরতি ফ্লাইটের প্রস্তুতি চলমান, যার মাধ্যমে জুলাইয়ের ১০ তারিখের মধ্যে সব হাজি দেশে ফিরে যাবেন।

বৃহস্পতিবার (২৬ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ফিরেছেন ২২ হাজার ১৪৯ জন, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সে ২১ হাজার ২৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে ৮ হাজার ৪৪১ জন। মোট ১৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে ৫৮টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ৫৪টি সাউদিয়ার এবং ২২টি ফ্লাইনাস এয়ারলাইন্সের।

সৌদি আরবে এই হজ সিজনে ৩৮ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১১ জন, এবং জেদ্দা ও আরাফায় ১ জন করে হাজি মৃত্যুবরণ করেছেন। সৌদি আরবের সরকারি হাসপাতালগুলো এখন পর্যন্ত ৩০৮ জন বাংলাদেশিকে চিকিৎসা সেবা প্রদান করেছে। বর্তমানে ২৪ জন হাজি চিকিৎসাধীন রয়েছেন।

হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই নির্ধারিত। এ পর্যন্ত দেশে ফেরার মধ্য দিয়ে চলতি বছরের হজ যাত্রা প্রায় শেষ পর্যায়ে এসেছে। সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনা থেকে হাজিদের নিরাপদ ও সুষ্ঠুভাবে দেশে ফেরানো হয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সৌদি কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসও নিয়মিত তদারকি করছে।

হজ যাত্রায় অংশ নেওয়া হাজার হাজার ধর্মপ্রাণ বাংলাদেশির নিরাপদ যাত্রা সম্পন্ন হওয়ায় দেশের নাগরিক সমাজে প্রশান্তি বিরাজ করছে। আগামী কয়েক দিনের মধ্যে সব হাজি দেশে ফিরে আসার মাধ্যমে হজ মৌসুমের কার্যক্রম সম্পূর্ণ হবে।

Walang nakitang komento