ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত উচ্ছেদ নিয়ে বাম সংগঠনগুলোর প্রতিবাদ মিছিলে ডাকসু জিএস এস এম ফরহাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হয় ডাকসু থাকবে, নতুবা অবৈধ ব্যবসা ও মাদক সিন্ডিকেট।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সম্প্রতি নিরাপত্তা জোরদার এবং অবৈধ কার্যক্রম বন্ধের লক্ষ্যে একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ডাকসু প্রতিনিধি, প্রক্টরিয়াল টিম, সিটি কর্পোরেশন ও মেট্রোরেল কর্তৃপক্ষ সম্মিলিতভাবে ভবঘুরে ও অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদের এই অভিযান পরিচালনা করে। তবে এই পদক্ষেপের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে হকাররা, যেখানে বামপন্থি ছাত্র সংগঠনগুলো তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে মিছিলে যোগ দেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি পরিষ্কার জানিয়ে দেন, "হয় ডাকসু থাকবে, নতুবা অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট থাকবে; দুটো একসাথে চলতে দেব না।"
জিএস ফরহাদ তার পোস্টে উল্লেখ করেন যে, ক্যাম্পাসের স্টেকহোল্ডার হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। এর বাইরে কোনো মাদক ব্যবসায়ী, অনিবন্ধিত দোকানদার কিংবা হকারদের কোনো ইস্যু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তিনি ইঙ্গিত করেন, বহিরাগত উচ্ছেদের কারণে যাদের পুরোনো মাদক ও অবৈধ অর্থ লেনদেনের সিন্ডিকেট ভেঙে যাচ্ছে, তারাই নতুন বয়ান হাজির করার চেষ্টা করেছে এবং মিছিলের আয়োজন করেছে।
ডাকসুর এই প্রতিনিধির কঠোর অবস্থান স্পষ্ট করে যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অনড়। অবৈধ হকার ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযানকে তিনি ডাকসুর অবস্থান এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার সঙ্গে সরাসরি যুক্ত করেছেন। বাম সংগঠনগুলোর প্রতিবাদকে তিনি মাদক সিন্ডিকেটের স্বার্থ রক্ষার চেষ্টা হিসেবেই দেখছেন। সচেতন মহলের মতে, ক্যাম্পাসে মাদকের অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার এই প্রচেষ্টাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এর বাস্তবায়নে প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			