close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হিলিতে ৫ কোটি টাকার চাল-ডাল-ধান জব্দ: আমদানিকারক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা..

Abdus Sattar avatar   
Abdus Sattar
দিনাজপুরের হিলিতে মেসার্স মাইক্রো গ্রীন এন্টারপ্রাইজের গুদামে অবৈধ চাল-ডাল-ধান জব্দের ঘটনায় স্বত্বাধিকারী ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা করেছে খাদ্য বিভাগ।..

 

 দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে অবৈধভাবে মজুতকৃত প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার চাল, ডাল ও ধান জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় মেসার্স মাইক্রো গ্রীন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল হাকিম মণ্ডল ও প্রতিষ্ঠানটির ম্যানেজার হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সোহেল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

২৭ জুন শুক্রবার রাতে হাকিমপুর থানায় এই মামলা দায়ের করা হয়। খাদ্যশস্য অবৈধভাবে মজুতের অভিযোগে তাদের বিরুদ্ধে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২৩ এর ৪ ধারায় মামলা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাকিমপুর (হিলি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার নেতৃত্বে এক অভিযানে প্রায় দুই ঘণ্টা ধরে তিনটি গুদামে তল্লাশি চালানো হয়। অভিযানে ৫ হাজার ২৫৮ বস্তায় ১৪৯.৭৭৬ মেট্রিক টন চাল, ৬৭০ বস্তায় ৩২.৮৩০ মেট্রিক টন মশুর ডাল এবং ১৮ হাজার ১৯৪ বস্তায় ১১৫৫.৭৭৯ মেট্রিক টন ধান জব্দ করা হয়।প্রাথমিকভাবে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা বলেছিলেন যে গুদামে ১৯৩৩ মেট্রিক টন ধান পাওয়া গেছে, যার কোন বৈধ কাগজপত্র ছিল না। পরবর্তীতে আরও বিশদ তদন্তের মাধ্যমে সঠিক পরিমাণ নির্ধারণ করা হয়। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে উপস্থিত কোন বিশেষজ্ঞ না থাকায় অনুমান ভিত্তিতে তথ্য প্রদান করেছিলেন কর্মকর্তারা। পরবর্তীতে, বিশেষজ্ঞদের সহায়তায় সঠিক হিসাব নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী মামলার তথ্য উপস্থাপন করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, অবৈধভাবে চাল-ডাল-ধান মজুতের অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবদুল হাকিম মণ্ডল ও ম্যানেজার হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

Ingen kommentarer fundet