close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হাতপাখা বিজয়ী হলে উন্নয়ন হবে সর্বক্ষেত্রে জনতার মাঝে নুর উদ্দিনের প্রতিশ্রুতি..

মোঃশরিফ হোসেন avatar   
মোঃশরিফ হোসেন
চট্টগ্রাম-১১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী নুর উদ্দিনের বিশাল নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ..

দেশে প্রকৃত ন্যায়,ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি অপরিহার্য। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে হলে ইসলামি নেতৃত্বকে বিজয়ী করতে হবে। আসুন, ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে হাত পাখা মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করি। এ প্রতিপাদ্য কে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত চট্টগ্রাম ১১ আসনের হাত পাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শত শত নেতা-কর্মী উপস্থিত থেকে প্রার্থীর সঙ্গে গণসংযোগে অংশ নেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানের ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের বার্তা উপস্থিত জনতার মাঝে জানিয়ে দেন।

জনগণের সাথে কুশল বিনিময়কালে হাতপাখার প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন বলেন, 'দলের নির্দেশেই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আপনাদের ভালবাসা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনাদের দুঃখ দুর্দশার কথা সংসদে জানাব। আমাদের প্রতিটি কাজ হবে জনকল্যাণমুখী, সকল ক্ষেত্রেই থাকবে সমতা। এখানে বৈষম্য ও দুর্নীতির কোন ঠাঁই নাই।' 

তিনি আরো বলেন,আমরা পরিবর্তনের বার্তা নিয়ে আসছি মাঠে। ন্যায়নীতি প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জনগণের দোরগোড়ায় যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। চট্টগ্রাম ১১ আসনের এর জনগণ যদি হাতপাখায় ভোট দেয়,তাহলে ইনশাআল্লাহ ভোট বিপ্লব ঘটবে।হাতপাখা প্রতীক বিজয়ী হলে চট্টগ্রাম ১১ আসনের সর্বক্ষেত্রে উন্নয়ন হবে, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর হবে, এবং সব শ্রেণি-পেশার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

তবে জনসংযোগকালে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ব্যাপকভাবে লক্ষ করা যায়।

نظری یافت نشد


News Card Generator