হাতিয়ায় অবৈধভাবে বালু মজুত করে ব্যবসা, গুনতে হলো জরিমানা
নোয়াখালী জেলা প্রতিনিধি,
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অবৈধভাবে বালু মজুত করে ব্যবসা পরিচালনা করায় এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন এই অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, অবৈধভাবে বালু মজুত করে গণউপদ্রব সৃষ্টি, রাস্তাঘাট নষ্ট এবং পরিবেশের ক্ষতি করায় চেয়ারম্যানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপরাধ স্বীকার করায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’-এ বালু ব্যবসায়ী ইব্রাহীম খলিলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন আই নিউজ বিডি কে বিষয়টি নিশ্চিত করে বলেন,পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সবসময় সজাগ রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			