close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হাতিয়ায় কৃষকদল নেতা সাইফুল ইসলামের কবর জিয়ারত করে শ্রদ্ধা জানালেন প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব..

MD Abdur Rahman avatar   
MD Abdur Rahman
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১নং হরণী ইউনিয়নের মাইনউদ্দিন বাজার এলাকায় ১নং হরণী ইউনিয়ন কৃষকদলের নেতা সাইফুল ইসলাম এর কবর জিয়ারত করেছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও নোয়াখালী-৬ (হাতি..


হাতিয়ায় কৃষকদল নেতা সাইফুল ইসলামের কবর জিয়ারত করে শ্রদ্ধা জানালেন প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব

নোয়াখালী জেলা প্রতিনিধি 
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১নং হরণী ইউনিয়নের মাইনউদ্দিন বাজার এলাকায় ১নং হরণী ইউনিয়ন কৃষকদলের নেতা সাইফুল ইসলাম এর কবর জিয়ারত করেছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের গণমানুষের নেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব। ২৬ মে (রবিবার) দুপুরে তিনি এ জিয়ারত করেন।

কবর জিয়ারতের সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মরহুম সাইফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। তারা বলেন, “সাইফুল ইসলামের মতো সাহসী ও ত্যাগী নেতার আত্মদান কখনো বৃথা যেতে পারে না। তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে যাবো।”

প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের সঙ্গে ছিলেন আরেফিন আলী আহবায়ক, হাতিয়া উপজেলা ছাত্রদল। হুমায়ুন কবির আহবায়ক, হাতিয়া উত্তর শাখা কৃষকদল । জামশেদুর রহমান জেমি
সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, নোয়াখালী জেলা ছাত্রদল।

কবর জিয়ারতের পর মরহুম সাইফুল ইসলামের নিজ বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন প্রকৌশলী রাজিব। তিনি বলেন, “সাইফুল ভাই আমাদের দলের সাহসের প্রতীক ছিলেন। তার পরিবারের পাশে থাকাটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা তা পালন করবো সবসময়।”

Nessun commento trovato