হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাতিয়া উপজেলা শাখার অধীন ১১নং নিঝুমদ্বীপ ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ২৯ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে আনুষ্ঠানিকভাবে ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আমিরুল মোমিন বাবলুকে আহ্বায়ক এবং মেহেদী হাসান জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে। এছাড়া মোট ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ মনির হোসেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
কমিটিটি অনুমোদন দিয়েছেন হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান এবং সদস্য সচিব সুমন তালুকদার।
এই কমিটি গঠনের মাধ্যমে নিঝুমদ্বীপ ইউনিয়নে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।