close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হাতিয়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

MD Abdur Rahman avatar   
MD Abdur Rahman
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ৩ (তিন) বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে অবশেষে আইনের আওতায় আনতে স..

হাতিয়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আব্দুর রহমানঃ নোয়াখালী জেলা প্রতিনিধি 

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ৩ (তিন) বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে অবশেষে আইনের আওতায় আনতে সক্ষম হয় হাতিয়া থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, হাতিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল আবেদিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আলা উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গত ৭ জুন ২০২৫ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চরচেঙ্গা এলাকা থেকে আসামি আবুল কাশেমকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আবুল কাশেম, পিতা- শাহে আলম, সাং- চরচেঙ্গা, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী। তিনি জিআর সাজা-৬৭/০৫ মামলায় আদালত কর্তৃক ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

 

এ প্রসঙ্গে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, পলাতক আসামিদের গ্রেফতারে আমাদের নিয়মিত অভিযান চলছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সাজাপ্রাপ্ত কেউ পলাতক থাকলে তাকে খুঁজে বের করে আদালতের মুখোমুখি করা হবে—এটাই আমাদের লক্ষ্য।

 

গ্রেফতারের পর আবুল কাশেমকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কড়া পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি একেএম আজমল হুদা।

 

স্থানীয়ভাবে এই গ্রেফতারকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন সাধারণ মানুষ। হাতিয়া থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments found


News Card Generator