close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হাতিয়ায় ট্রলারডুবির ৫০ ঘণ্টা পর উদ্ধার হলো নিখোঁজ পুলিশ সদস্য সাইফুল ইসলামের মরদেহ..

MD Abdur Rahman avatar   
MD Abdur Rahman
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীত ট্রলার ডুবির ৫০ ঘন্টা পর উদ্ধার হলো নিখোঁজ পুলিশ সদস্য মোঃ সাইফুল ইসলামের ( ৩০) মরদেহ

সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে তার মরদেহ ভেসে ওঠে চানন্দী ইউন..

হাতিয়ায় ট্রলারডুবির ৫০ ঘণ্টা পর উদ্ধার হলো নিখোঁজ পুলিশ সদস্য সাইফুল ইসলামের মরদেহ। 


আব্দুর রহমানঃ নোয়াখালী জেলা প্রতিনিধি 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ৫০ ঘন্টা পর উদ্ধার হলো নিখোঁজ পুলিশ সদস্য মোঃ সাইফুল ইসলামের ( ৩০) মরদেহ 

সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে তার মরদেহ ভেসে ওঠে চানন্দী ইউনিয়নের দরবেশ বাজারের পার্শ্ববর্তী করিমবাজার ঘাটের দক্ষিণের চরে। এ ঘটনায় সাইফুলের সহকর্মী ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের মো. সিরাজুল ইসলাম ও রহিমা বেগম দম্পতির একমাত্র ছেলে সন্তান। বর্তমানে তিনি নোয়াখালী জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। পেশাগত দায়িত্বে গত তিন বছর ধরে নোয়াখালীর বিভিন্ন থানায় কর্মরত ছিলেন সাইফুল।


স্থানীয় বাসিন্দা মাসুদ ঢাকা পোস্টকে বলেন, চানন্দী ইউনিয়নের দরবেশ বাজারের দক্ষিণে চরের সঙ্গে মেঘনা নদীর কিনারে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে ছবি উঠিয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা পরিচয় নিশ্চিত করেন। এসময় তার সঙ্গে থাকা মোবাইলফোনের পেছনেও তার পরিচয় মিলেছে।

জানা যায়, গত শনিবার (৩১ মে) দুপুর ৩টার দিকে ভাসানচর থেকে হাতিয়ার করিমবাজার ঘাটে যাওয়ার পথে যাত্রীবাহী একটি ট্রলার ডুবচরে পৌঁছালে হঠাৎ ফেটে গিয়ে উল্টে যায়। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। তার মধ্যে মাঝি ও যাত্রীসহ মোট ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে গিয়াস উদ্দিন এবং রামগতি থেকে রোহিঙ্গা নারী হাসিনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও রোহিঙ্গা শিশু নিখোঁজ রয়েছে। প্রচন্ড স্রোতের মধ্যে সাইফুল ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরে সাগরে একটি মরদেহ ভেসে উঠেছে বলে আমরা খবর পেয়েছি। বিষয়টি কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবহিত করা হয়। বিকেলে মরদেহটি ঢেউয়ের সঙ্গে কিনারায় ভেসে উঠে। সাইফুলের মরদেহ হিসেবে শনাক্ত করা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

 

Walang nakitang komento


News Card Generator