close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হাতিয়ায় ট্রলারডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২..

MD Abdur Rahman avatar   
MD Abdur Rahman
গতকাল হাতিয়ায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার একদিন পর লক্ষ্মীপুরের রামগতিতে এক রোহিঙ্গা নারীর..

হাতিয়ায় ট্রলারডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২

আব্দুর রহমানঃ নোয়াখালী জেলা প্রতিনিধি 

গতকাল হাতিয়ায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা। 

 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার একদিন পর লক্ষ্মীপুরের রামগতিতে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে রামগতির বিবির হাটের কাছে মেঘনা নদীতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছে দুজন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন।

 

ওসি জানান, আজ সকালে রামগতির বিবির হাটের কাছে মেঘনা নদীতে ওই নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। ওই নারীর নাম হাসিনা খাতুন (২৫)। তিনি ইউএনএইচসিআর-এর স্বেচ্ছাসেবক হিসেবে ভাসনচর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন। ট্রলার ডুবির সময় তার স্বামী মো. তারেক এবং তাদের ৪ বছরের শিশু মো. তামিমও সঙ্গে ছিল। তারেককে উদ্ধারের পর ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শিশুপুত্র মো. তামিম নিখোঁজ রয়েছে। নিখোঁজ অপরজন হলেন- জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের নায়েক মো. সাইফুল ইসলাম। 

 

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘গতকালের দুর্ঘটনায় আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত দুইজন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে নায়েক সাইফুল নামের আমাদের একজন পুলিশ সদস্য রয়েছেন। আরেকজন শিশু নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে।’

 

এর আগে গতকাল শনিবার দুপুরে হাতিয়ার ভাসান চর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। ট্রলারের যাক্রীদের মধ্যে তিন পুলিশ সদস্য, চার আনসার সদস্য, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী ও ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে থাকা কয়েকজন রোহিঙ্গা রোগী ছিলেন। ট্রলারটি ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার অতিক্রম করে বিকেল ৩টার দিকে হাতিয়ার করিম বাজারের ঘাটের সন্নিকটে ডুবোচরের সাথে কয়েক বার ধাক্কা লাগে। এ সময় তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক নদীতে থাকা অন্য ট্রলারের জেলেরা একজনের মরদেহসহ কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ এবং যুব রেডক্রিসেন্ট সদস্যরা উদ্ধার কাজে যোগ দিয়ে রাত ১০টা পর্যন্ত দুই পুলিশ সদস্যসহ ৩৫ জনকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে এক রোহীঙ্গা নারীকে আশঙ্কাজনক অবস্থায় সুবর্নচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া আরও ৮ জনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। এ ছাড়া রাতে এই ঘটনায় গিয়াস উদ্দিন নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator