close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

হাতিয়ায় কলেজছাত্রী ভাতিজিকে নিয়ে যুবলীগ নেতা পলাতক, থানায় লিখিত অভিযোগ..

MD Abdur Rahman avatar   
MD Abdur Rahman
নোয়াখালীর হাতিয়ায় কলেজছাত্রী ভাতিজিকে নিয়ে পলাতক হয়েছেন যুবলীগ নেতা রিপন চন্দ্র দাস। এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী ছাত্রীর বাবা হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত রিপন চন্দ্র দ..

হাতিয়ায় কলেজছাত্রী ভাতিজিকে নিয়ে যুবলীগ নেতা পলাতক, থানায় লিখিত অভিযোগ

 

নোয়াখালীর হাতিয়ায় কলেজছাত্রী ভাতিজিকে নিয়ে পলাতক হয়েছেন যুবলীগ নেতা রিপন চন্দ্র দাস। এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী ছাত্রীর বাবা হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযুক্ত রিপন চন্দ্র দাস চরঈশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলটিয়া গ্রামের প্রিয়লাল চন্দ্র দাসের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী যুবলীগের চরঈশ্বর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জানা গেছে, রিপন চন্দ্র দাস তিন সন্তানের জনক।

 

অভিযোগে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই কলেজছাত্রীকে নানা প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রিপন। এরপর সুযোগ বুঝে মেয়েটিকে নিয়ে আত্মগোপনে চলে যান তিনি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

 

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি

করেছেন।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator