close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

হাসিনা চলে আসলে বাংলাদেশ থাকবে না: আশরাফ উদ্দিন নিজান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
লক্ষ্মীপুরে বিএনপির কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান বলেছেন, "বিরোধিতা করবেন না, কারণ হাসিনা চলে আসলে বাংলাদেশ থাকবে না।" ৭১, ৭৫, ৯০-এর পরবর্তীতে বিএনপি ও জামায়াতের মধ্যে স..

বিএনপির কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-রামগতি-কমলনগর আসনের সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান গতকাল (শনিবার) সন্ধ্যায় রামগতি উপজেলার চরআলগী ইউনিয়ন বিএনপির আয়োজিত ইফতার মহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সেখানে তিনি তাঁর বক্তৃতায় দেশীয় রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র মন্তব্য করেন।

আশরাফ উদ্দিন নিজান বলেন, "আপনারা কোনো বিরোধ করবেন না, বিরোধ করলে হাসিনা চলে আসবে, বাংলাদেশ থাকবে না। আমরা যেভাবে ৭১-এ জয়লাভ করেও কিছু করতে পারিনি, সেভাবে ৭৫-এ শেখ মুজিবের পতনের পরেও আমরা কিছু করতে পারিনি। ৯০-এ যারা জয়লাভ করেছিল, তারাও সফল হয়নি। এখন যদি ২৪-এ এসেও সফল না হতে পারি, তবে জীবনে আর কখনোই সফল হবো না।"

তিনি আরও বলেন, "৫ আগস্টের পরে ওসি সাব, ইউএনও সাব, এবং তহসিলদার সাবরা ঘুষ খায়নি? যদি তারা ঘুষ খায়, তাহলে আবার কিসের ভোট?।"

নির্বাচনের বিষয়ে আশরাফ উদ্দিন নিজান বলেন, "যে দলই নির্বাচনে জয়ী হোক, তাকে আমি ফুলের মালা দিয়ে বরণ করে নিব। কিন্তু বিরোধিতা করবেন না, কারণ বিরোধিতা করলে এই বাংলাদেশ আর থাকবে না, হাসিনা আবার চলে আসবে।"

নেতাকর্মীদের উদ্দেশ্যে আশরাফ উদ্দিন নিজান বলেন, "আপনারা জামায়াত এবং বিএনপি নিয়ে তুচ্ছ মন্তব্য করেন। জামায়াতকে বিএনপির দল বলে এবং বিএনপিকে জামায়াতের দল বলে তুচ্ছ করেন। কিন্তু এই ধরনের মন্তব্য করলে হাসিনা ফিরে আসবে।"

তিনি আরও বলেন, "আমরা যদি ঘুষের বিরুদ্ধে না দাঁড়াই, তাহলে মানুষের প্রতিবাদ ঠেকানো যাবে না। তবে, প্রতিবাদ করতে বিরোধী দল দরকার। যদি বিএনপি বিরোধিতা না করে, তাহলে জামায়াত বা অন্যরা বিরোধিতা করবে।"

আশরাফ উদ্দিন নিজান তাছাড়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা ঘুষ খাওয়ার মাধ্যমে দেশের রাজনীতির ক্ষতি করছেন। অথচ আমরা চাই, রাজনীতিতে সুস্থতা ফিরে আসুক। যদি আমি এমপি হয়ে কাজ করি, তখন আপনিও আমাকে সাহায্য করবেন, অন্যায় হলে আপনিও বিরোধিতা করবেন- এটাই গণতন্ত্রের নিয়ম।"

ইফতার মহফিলে আরও উপস্থিত ছিলেন, চরআলগী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তানভীর আহমেদ জুয়েল, রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ড. জামাল উদ্দীন, সদস্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

No comments found


News Card Generator