close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হাসিনা ভারতে গেছেন, কর্মী-সমর্থকদের পাশে থাকবে বিএনপি: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল..

abul hasan avatar   
abul hasan
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।..

 

 

 আগের রাতেই ভোট হয়ে যেত। এখন জনগণের সামনে আবারও একটি সুযোগ এসেছে নিজেদের অধিকার ফিরে পাওয়ার।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার শোলটহরি বাজারে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “হাসিনা আপা ভারতে চলে গেছেন। তিনি সেখানে গেছেন, এতে আমাদের আপত্তি নেই। কিন্তু যাওয়ার সময় এলাকার কর্মী-সমর্থকদের বিপদের মুখে ফেলে গেছেন কেন? আমরা স্পষ্ট করে বলতে চাই—বিএনপির কর্মী-সমর্থকরা একা নন, আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে। আর যারা নির্দোষ, তাদের কোনোভাবেই হয়রানি হতে দেব না।”

নিজের এলাকার সঙ্গে আবেগী সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। এই এলাকা থেকেই আমি রাজনীতি করেছি। কখনো জয়ী হয়েছি, কখনো পরাজিত হয়েছি। কিন্তু পরাজয়ের পরও আপনাদের ছেড়ে যাইনি। বয়স ৭৮ হলেও মনটা এখনো তরুণ। সুযোগ পেলে এলাকার আরও অনেক সমস্যা সমাধান করতে পারব।”

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “মুসলমান-হিন্দু সবাই আমাদের ভাইবোন। আমরা একসঙ্গেই এখানে বসবাস করি, একসঙ্গে আনন্দ-বেদনা ভাগ করি। কেউ আমাদের ভাগ করতে চাইলে আমরা তা হতে দেব না। বিএনপি সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে চায়।”

তিনি আরও বলেন, “নতুন করে একটি দল সামনে আসছে—জামায়াত। তারা অতীতে ক্ষমতায় ছিল, কিন্তু জনগণের জন্য কী করেছে? বিএনপিই পরীক্ষিত দল। আমরা আগেও কাজ করেছি, আগামীতেও করব। নতুন স্কুল, রাস্তাঘাট, হাসপাতাল নির্মাণ করব। তরুণদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করব।”

গণসংযোগে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

No comments found


News Card Generator