close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হাসানুল হক ইনুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর, ট্রাকচালক সুজন হত্যা মামলায় নতুন তথ্য

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
(জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যার মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক সবুজ রহমান ইনুকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। শুনানির পর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত ইনুকে গ্রেফতার দেখান। গত ২৫ আগস্ট বিকালে উত্তরার একটি বাসা থেকে ডিবি পুলিশ ইনুকে গ্রেফতার করে। পরদিন নিউমার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এ মামলার অভিযোগ অনুযায়ী, ২০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় গাড়ি পার্কিং করতে গিয়ে সুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার ভাই রফিকুল ইসলাম এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন।
Không có bình luận nào được tìm thấy