গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের নেতাকর্মীদের আগামী নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা ও মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন।
মঙ্গলবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “অন্য কোনো দল, জোট, নোট বা চোটপাটের দিকে তাকিয়ে নয়—এখনই সময় জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামার।”
তিনি আরও লেখেন, নেতাকর্মীদের প্রতি বিনীত অনুরোধ—পটুয়াখালী-৩ আসনের জনগণের সাথে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করে নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে হবে।
ফেসবুক পোস্টে তিনি জানান, ২৩ নভেম্বর বকুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভা এবং ২৪ নভেম্বর রতনদী তালতলী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় তিনি অংশগ্রহণ করবেন।এ
কই সঙ্গে তিনি নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণকে এসব কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানান।
তার ভাষায়, “ইনশাআল্লাহ—সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব।”



















