হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি ; আহ্বায়ক শাহ কামাল, সদস্য সচিব-সুহেল মিয়া
আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
“হাওর, নদী, সবুজ বাঁচলে আমরা বাঁচি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে গঠিত হয়েছে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫জুলাই)বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। সভায় শাহ কামাল-কে আহ্বায়ক এবং সুহেল মিয়া-কে সদস্য সচিব করে তিন মাস মেয়াদী একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- মো. ওবায়দুল হক মিলন,মো. রাজু আহমেদ,অ্যাড. দীপঙ্কর বনিক সুজিত,ওবায়দুল মুন্সী,মোজাহিদুল ইসলাম মজনু,সাবিহা সুলতানা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মোশফিকুর রহমান স্বপন, ফজলে রাব্বি খান, মিজানুল হক সরকার, সুমন পাল, মুছিহুর রহমান জুনেদ, আব্দুল বাছির, জাকির হোসেন, কর্ণ বাবু দাশ, আকিব জাবেদ, শাহ মোশাহিদ আলম ফয়সল, ত্বাহা হোসাইন, মিজানুর রহমান, আরিফুল ইসলাম সরকার, মুন্না চৌধুরী, আশরাফ উদ্দিন হিল্লোল, দবির মিয়া, আনোয়ার হোসাইন, আহমেদ উসমান, কাইয়ূম আহমেদ, মো. মাইনুদ্দিন, তৈয়বুর রহমান, এমদাদুল হক মিলন ও অ্যাড. জয়নাল আবেদীন। ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব ও নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান
সিলেট এমসি কলেজের লেকচারার শামিমুল হাসান শামীম। সদস্য সচিব সুহেল মিয়া বলেন,এই আন্দোলন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। হাওর শুধু প্রকৃতি নয়, এটি আমাদের জীবিকার উৎস। নদী ও জলাশয় সংরক্ষণে আমরা প্রশাসন, সাংবাদিক, পরিবেশবাদী ও সাধারণ জনগণের সমন্বয়ে কাজ করবো। আহ্বায়ক শাহ কামাল বলেন,হাওর ও নদী রক্ষা শুধু পরিবেশের জন্য নয়, এটি আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আজকের এই কমিটি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নয়, এটি জনস্বার্থের জন্য গঠিত একটি নাগরিক প্ল্যাটফর্ম। আমরা হাওর বাঁচাতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো, সচেতনতা সৃষ্টি করবো এবং যেকোনো অন্যায় দখল ও দূষণের বিরুদ্ধে অবস্থান নেবো। সভায় নেতৃবৃন্দ হাওর রক্ষা আন্দোলনকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে কার্যকরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।