পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন। ঢাকায় তার পদচারণা ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন ছবি, ভিডিও এবং মিমস ছড়িয়ে পড়ে। বিশেষ করে ফেসবুকে তাকে ঘিরে নানা পোস্ট ভাইরাল হয়। তবে এর মধ্যেই এক গুজব তৈরি হয়, যেখানে দাবি করা হয় হানিয়া আমির নাকি ঢাকার একটি তারকা মিলনমেলায় উপস্থিত অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে এ সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। মুহূর্তের মধ্যেই এটি নানা পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ তা বিশ্বাস করে শেয়ার করতে থাকেন। ফলে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়।
কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। অভিনেতা হাসান মাসুদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “আমি হানিয়া আমিরকে চিনি না। তিনি কবে বাংলাদেশে এসেছেন সেটাও আমার জানা নেই। ফেসবুকে এই পোস্ট চোখে পড়েনি, তবে এমন কোনো ঘটনা ঘটেনি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।” তিনি আরও বলেন, এমন গুজব শুধু বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।
তদন্ত করে জানা গেছে, প্রথমে একটি ফেসবুক পেজ মজা করার ছলে এই ভুয়া পোস্ট তৈরি করেছিল। পরে তা দ্রুত ভাইরাল হয়ে সত্যি খবর হিসেবে ছড়িয়ে পড়ে। হাসান মাসুদ বিষয়টিকে সম্পূর্ণ ফেক হিসেবে আখ্যা দিয়েছেন।
অন্যদিকে, হানিয়া আমির ঢাকায় আসার সময় তার সঙ্গে ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তারা একসঙ্গে রিকশায় ঘুরছেন, হাসি-ঠাট্টা করছেন এবং ঢাকার ঐতিহাসিক স্থান ঘুরে দেখছেন। বিশেষ করে আহসান মঞ্জিলের সিঁড়িতে দাঁড়িয়ে হানিয়া বেশ কিছু ছবি তোলেন। এই সফরে তার সঙ্গে ছিলেন আয়োজক পক্ষ, টিম মেম্বার ও স্থানীয় ইনফ্লুয়েন্সাররা।
এছাড়াও ঢাকায় হানিয়া দেখা করেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা নাঈম ও শাবনাজের বড় মেয়ে নামিরা নাঈমের সঙ্গে। নামিরার পরিচয় জেনে হানিয়া বেশ আনন্দিত হন এবং দীর্ঘক্ষণ আড্ডা দেন।
দিনভর ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর সন্ধ্যায় তিনি উপস্থিত ছিলেন রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে। সেখানে দেশের ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ হয় তার। ভক্তরা বিশেষভাবে আয়োজিত ‘গেট রেডি উইথ মি’ সেশনে অংশ নিয়ে প্রিয় তারকার সঙ্গে সময় কাটান। এছাড়া হানিয়া আমির একটি এক্সক্লুসিভ ফটোশুটেও অংশ নেন।
পাকিস্তানের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ ও ভারতেও সমান জনপ্রিয় এই অভিনেত্রী। তার অভিনয়, ফ্যাশন সেন্স ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্যই ভক্তরা তাকে ভালোবাসেন। ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন হানিয়া আমির। এরপর থেকে তিনি এক দশকে রোমান্টিক, কমেডি, গ্ল্যামারাস কিংবা গম্ভীর—সব ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। শুধু অভিনয় নয়, গানেও নিজের প্রতিভা দেখিয়েছেন তিনি। বর্তমানে পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন হিসেবে তার অবস্থান।
ঢাকায় হানিয়ার সফর ঘিরে তৈরি হওয়া গুজবের ঘটনায় যদিও খানিকটা বিতর্ক ছড়িয়েছে, তবে সত্য প্রকাশ পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হয়েছে। হাসান মাসুদের বক্তব্যে প্রমাণিত হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল খবর সবসময় সত্য নয়। বরং যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মানুষজন।