close

লাইক দিন পয়েন্ট জিতুন!

 হানাদার মুক্ত দিবস পালিত আজ পীরগঞ্জ এ

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
 হানাদার মুক্ত দিবস পালিত আজ পীরগঞ্জ এ

 হানাদার মুক্ত দিবস পালিত আজ পীরগঞ্জ এ
মো: আসাদুজ্জামান 
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ আজ ৩ ডিসেম্বর। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস।দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সর্বস্তরের মানুষ। 

উপজেলা প্রশাসন ও পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়।

 শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে পীরগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে মিলিত হয়। সেখানে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এমএন ইসফাকুল কবীরের সভাপতিত্বে ও পীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন,  পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মুক্তিযোদ্ধা'র সন্তান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, আফসানুর রহমান লিমন প্রমূখ।

অনুষ্ঠিত কর্মসূচিতে ঠাকুরগাঁও- ৩ আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

 আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা সংগ্রামে শহীদদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

Inga kommentarer hittades


News Card Generator