close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
হাজার কোটি টাকার ই-কমার্স কেলেঙ্কারি: গ্রাহকের অর্থ নিয়ে আড়ালে ইভ্যালি-আলেশা মার্ট!


আওয়ামী লীগ সরকারের শাসনামলে ই-কমার্স প্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে আড়ালে চলে গেছে ইভ্যালি, আলেশা মার্ট ও ই-অরেঞ্জের মতো প্রতিষ্ঠান। গ্রাহকদের অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিলেও কার্যত কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো।
বিস্তারিত:
কেন্দ্রীয় ই-কমার্স সেলের প্রতিবেদন অনুযায়ী, ইভ্যালি এখন পর্যন্ত মাত্র ১২ হাজার ৯৪০ জন গ্রাহককে ১৫ কোটি টাকা ফেরত দিয়েছে, যেখানে প্রতিষ্ঠানটির গ্রাহকের ৪ হাজার কোটি টাকার লেনদেনের হিসাবও পাওয়া যাচ্ছে না। একইভাবে আলেশা মার্ট ২ হাজার ২৯৬ জন গ্রাহককে মাত্র ৪০ কোটি টাকা ফেরত দিয়েছে, কিন্তু গ্রাহকদের ২ হাজার কোটিরও বেশি টাকার হদিস মেলেনি।
বিভিন্ন ব্যাংকে আলেশা মার্টের ৫৬টি হিসাব চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে মোট ২ হাজার কোটি টাকা জমা পড়লেও বর্তমানে মাত্র ২ কোটি ৭ লাখ টাকা অবশিষ্ট। একই চিত্র ইভ্যালির ক্ষেত্রেও। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিচালিত ৪ হাজার কোটি টাকার লেনদেনের সঠিক তথ্য পাওয়া যায়নি।
ফেরতের হিসাব:
৬৫ হাজার ৮৭৯ জন গ্রাহকের মধ্যে ১৫টি ই-কমার্স প্রতিষ্ঠান ৪২৩ কোটি টাকা ফেরত দিয়েছে। এর মধ্যে কিউকম ৩৪৩ কোটি টাকা ফেরত দিলেও ইভ্যালি ও আলেশা মার্টের ফেরত দেওয়া অর্থের পরিমাণ নগণ্য।
গ্রাহকের হতাশা ও ক্ষোভ:
ইভ্যালির ফেসবুক পেজে এক গ্রাহক মন্তব্য করেন, “২০২৫ সাল হয়ে গেল, আমাদের টাকা ফেরতের কোনো পরিকল্পনা হলো না?” আরেকজন প্রশ্ন করেন, “এরা কি নতুন কোনো চক্রান্ত করছে?”
সরকারি উদ্যোগ ও ভবিষ্যৎ:
বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, ইভ্যালি জানিয়েছে, তারা ২০২৬ সালের মধ্যে সব অর্থ ফেরত দেবে। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম এবং শীর্ষ কর্মকর্তাদের আড়ালে থাকার কারণে এই প্রতিশ্রুতি গ্রাহকদের জন্য শুধুই কাগুজে প্রতিশ্রুতি বলে মনে হচ্ছে।
অভিযুক্তদের বর্তমান অবস্থা:
কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত অনেক কর্মকর্তার হদিস পাওয়া যাচ্ছে না। কেউ জেলে, কেউ জামিন নিয়ে পালিয়েছে। বিশেষ করে ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক সোহেল রানা ভারত পালিয়ে গেছেন।
সর্বশেষ আপডেট:
ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেলের মোবাইল নম্বর বন্ধ। তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শেষ কথা:
গ্রাহকের অর্থ ফেরত এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হলে ই-কমার্স সেক্টরের প্রতি মানুষের আস্থা আর ফিরবে না।
Inga kommentarer hittades