close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হাই'কো'র্ট থেকে জামিন পেলেন সাবেক ই'স কন নেতা চি'ন্ম'য় কৃষ্ণ দাস..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। আজ হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছে।..

সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার পক্ষে জামিনের আদেশ প্রদান করেন।

চিন্ময় কৃষ্ণ দাসকে গত বছরের ২৫ নভেম্বর গোয়েন্দা পুলিশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। সে সময় তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছিলেন। পরদিন ২৬ নভেম্বর তাকে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পেছনে কী অভিযোগ রয়েছে বা তদন্তের অগ্রগতি কী—তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ পায়নি। তবে তার আইনজীবীরা জানান, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।

আজ হাইকোর্টে শুনানিতে তার জামিন আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন তার আইনজীবী। বিচারপতিরা বিষয়টি বিবেচনায় নিয়ে জামিনের আদেশ দেন।

চিন্ময় কৃষ্ণ দাসের পরিবার ও অনুসারীরা হাইকোর্টের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে।

No comments found


News Card Generator