হাদী ও এরশাদ উল্লার ওপর হামলার প্রতিবাদে রানীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
হাদী ও এরশাদ উল্লার ওপর হামলার প্রতিবাদে রানীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রানীশংকৈল প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু,,

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগ..

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার কিছু পর ‘সাধারণ জনগণ’-এর ব্যানারে পলাশ মাকৈট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। হাতে পোস্টার ও ফেস্টুন নিয়ে এতে অংশ নেন স্থানীয় তরুণ সমাজসহ নানা পেশার মানুষ। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু, জিয়া পরিষদের সভাপতি শরিফ মাস্টার, উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন ও সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন। এছাড়া বক্তব্য দেন পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার, উপজেলা ছাত্রদলের নেতা রাব্বি ও জিম ,পৌর ছাত্রদলের সভাপতি মিঠু এবং উপজেলা মহিলা দলের সভাপতি মনিরা বিশ্বাসসহ আরও অনেকে।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে রাজনৈতিক অঙ্গনে ভয়ভীতি সৃষ্টির অংশ। তারা অভিযোগ করেন, গণতান্ত্রিক রাজনীতি দমন করতেই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে।

 

সমাবেশ থেকে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান বক্তারা।

 

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

No comments found


News Card Generator