close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গুজরাটে সেতু ধ সে প্রা ণহানিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার গভীর শোক....

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Bangladesh’s Chief Advisor Prof. Muhammad Yunus expressed deep condolences over the tragic bridge collapse in Gujarat, India, sending heartfelt sympathy to the victims’ families.

গুজরাটে গম্ভীরা সেতু ধসের মর্মান্তিক ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

গুজরাটে গম্ভীরা সেতু ধসের মর্মান্তিক ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই অনুভূতি প্রকাশ করেন।

তিনি বলেন, “গুজরাট রাজ্যে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। যারা এই দুর্ঘটনায় আপনজন হারিয়েছেন, তারা আমাদের গভীর ভাবনা ও প্রার্থনায় রয়েছেন।”

অধ্যাপক ইউনূস আরও জানান, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।”

এই বার্তায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রতিবেশী ভারতের এই দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকারের বার্তাও implicit ছিল। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে, এমন মানবিক ঘটনায় বাংলাদেশের উচ্চপর্যায়ের শোকবার্তা কূটনৈতিক সহানুভূতির প্রকাশ হিসেবেই বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সরকার এ ধরনের প্রাকৃতিক ও অবকাঠামোগত দুর্ঘটনায় প্রতিবেশী দেশগুলোতে ঘটনার গুরুত্ব ও মানবিক প্রেক্ষাপট বুঝে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে আসছে। গুজরাটের গম্ভীরা সেতু ধসের ঘটনাও এর ব্যতিক্রম নয়।

উল্লেখ্য, গুজরাট রাজ্যের গম্ভীরা এলাকায় সেতু ধসে পড়ে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। এটি স্থানীয় জনগণ ও প্রশাসনের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। এখনো উদ্ধার তৎপরতা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।

সেতু ধসের এ ধরনের মর্মান্তিক ঘটনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহানুভূতি যেমন প্রয়োজন, তেমনি ভবিষ্যতের জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করাও এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

No se encontraron comentarios