কক্সবাজারের মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) পরেশ কারবারি হত্যা মামলা’সহ একাধিক মামলার পলাতক আসামী নাছির উদ্দীনকে অস্ত্র’সহ আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক হওয়া নাছির মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কাঁঠালতলী এলাকার আনোয়ার মেম্বার এর ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক আটকের সত্যতা নিশ্চিত করেছেন। মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, ২০১২ সালের ১৮ জানুয়ারি সকালে তৎকালীন মহেশখালী থানার এসআই পরেশ কারবারির নেতৃত্বে পুলিশের একটি দল হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ায় অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন পরেশ।
এ ঘটনায় পুলিশ সদস্য নুরুল ইসলাম বাদী হয়ে ৩৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy



















