ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলু নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আমরা অতীতকে সাক্ষ্য হিসেবে সামনে আনতে পারি। ২০০১ সালের সরকারে আমাদের দুইজন মন্ত্রী-শহীদ মাওলানা মতি উর রহমান নিজামী এবং শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, তিনটি গুরুত্বপূর্ণ পদে পরিচালনা করেছিলেন। পাঁচ বছর দায়িত্বে থেকেও তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগও কেউ তুলতে পারেনি। অন্যদিকে গত ১৫ বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে কোটি কোটি টাকার অসংখ্য অভিযোগ উঠেছে, যার শেষ নেই। কিন্তু জামায়াতে ইসলামের দুই মন্ত্রীর বিরুদ্ধে আমাদের সবচেয়ে কঠোর বিরোধীরাও কোনো অভিযোগ দাঁড় করাতে পারেনি।
এই বাস্তবতাই প্রমাণ করে, সততা এবং সুশাসন প্রতিষ্ঠায় আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সে কারণেই আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা একই সততা ও স্বচ্ছতার ভিত্তিতে রাষ্ট্রকে এগিয়ে নিতে পারব।
তিনি জানান, জনগণ সুযোগ দিলে দেশের প্রশাসন, অর্থনীতি ও সামাজিক কাঠামোকে নতুন করে গড়ে তোলাই হবে তার প্রাধান্য। বিশেষ করে শিক্ষাখাতকে জাতীয় পুনর্গঠনের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেন, প্রাইমারি লেভেলে সঠিক বিনিয়োগ মানে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে দাঁড় করানো। শিশুরাই জাতির ভিত্তি, আর সেই ভিত্তি শক্ত না হলে সমাজে মাদকসহ নানা অবক্ষয় স্বাভাবিকভাবেই বাড়ে।
ফজলু প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে উন্নত পরিবেশ, প্রশিক্ষিত শিক্ষক এবং শিশু–বান্ধব শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে। যুবসমাজের নৈতিক ও সামাজিক নিরাপত্তায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
তিনি ভালুকাবাসীর প্রতি দোয়া ও সমর্থন কামনা করে বলেন, ন্যায়–ইনসাফ ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে একবার সুযোগ দিলে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি কাজ করবেন।



















