গোপালগঞ্জে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
গোপালগঞ্জে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার (১৯ এপ্রিল '২৫) বিকালে গোপালগঞ্জ পৌর কমিউনি..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক: গোপালগঞ্জে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার (১৯ এপ্রিল '২৫) বিকালে গোপালগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত এ কর্মীসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব নাসির আহমেদ মোল্লা।

কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ। কর্মী সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা।

গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সুজন সিকদার, এয়াড. এস এম তরিকুল ইসলাম।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রত্যাশী মোঃ শাহিদুল ইসলাম রাজু এবং মনি সহ সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যান্য পদ প্রত্যাশীগণ‌ ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Ingen kommentarer fundet


News Card Generator