close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জে রাতে  যৌথ বাহিনীর বিশেষ অভিযান, নদী পথে টহল জোরদার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী...

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
শুক্রবার ১৮ জুলাই রাতে  কোস্ট গার্ড  লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।..

তিনি বলেন, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর সংঘটিত হামলার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা দিনরাত টহল চালিয়ে যাচ্ছে। সন্দেহভাজন নৌযানসমূহে তল্লাশি, যাত্রী পরিচয় যাচাই ও সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

没有找到评论