শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জ জেলা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরে সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) মুহম্মদ কামরুজ্জামান।
বৃহস্পতিবার (২২ মে '২৫) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তার এ চেক বিতরণ করা হয়। অসহায় বয়োজ্যেষ্ঠ এ সকল সুবিধাভোগীরা ঝামেলা মুক্ত সরকারি বরাদ্দের আর্থিক সহায়তার চেক পেয়ে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন-অর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, সহকারী কমিশনার শাহরিয়ার আহমেদ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।