“গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফেনীর মহিপাল অবরুদ্ধ, মহাসড়কে স্থবিরতা” ‎..

Monsur Alam avatar   
Monsur Alam
“গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফেনীর মহিপাল অবরুদ্ধ, মহাসড়কে স্থবিরতা”

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফেনীর মহিপাল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রজনতা।

‎বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এই বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি শুরু হয়। এতে মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুবক ও সচেতন নাগরিকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

‎বিক্ষোভকারীরা জানান, গোপালগঞ্জে গণতন্ত্রকামী সংগঠনের নেতাদের ওপর বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তারা। একই সঙ্গে দেশে চলমান রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

‎এসময় শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া কিছু নয়। ফেনী থেকেও আমরা জানিয়ে দিতে চাই, এ দেশে স্বৈরশাসন আর বরদাস্ত করা হবে না।”

‎অপর শিক্ষার্থী মাহিনুর ইসলাম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের উচিত এখনই ব্যবস্থা নেওয়া, না হলে দেশজুড়ে ছাত্র-জনতা আরও কঠোর আন্দোলনে যাবে।”

‎বিক্ষোভে কোনো ধরনের সহিংসতা না থাকলেও যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

‎শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছে।

コメントがありません