গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফেনীর মহিপাল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রজনতা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এই বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি শুরু হয়। এতে মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুবক ও সচেতন নাগরিকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিক্ষোভকারীরা জানান, গোপালগঞ্জে গণতন্ত্রকামী সংগঠনের নেতাদের ওপর বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তারা। একই সঙ্গে দেশে চলমান রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
এসময় শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া কিছু নয়। ফেনী থেকেও আমরা জানিয়ে দিতে চাই, এ দেশে স্বৈরশাসন আর বরদাস্ত করা হবে না।”
অপর শিক্ষার্থী মাহিনুর ইসলাম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের উচিত এখনই ব্যবস্থা নেওয়া, না হলে দেশজুড়ে ছাত্র-জনতা আরও কঠোর আন্দোলনে যাবে।”
বিক্ষোভে কোনো ধরনের সহিংসতা না থাকলেও যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছে।
コメントがありません