গোপালগঞ্জে এনসিপির মঞ্চে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
A violent attack erupted at the NCP rally in Gopalganj, with cocktail explosions and vandalism. Attendees blame Chhatra League for the chaos.

গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনেছেন উপস্থিত নেতাকর্মীরা।

গোপালগঞ্জ শহরের কেন্দ্রস্থলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে পৌর পার্কে আয়োজিত এনসিপির সমাবেশ মঞ্চে আকস্মিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটে এবং অজ্ঞাতনামা যুবকরা হামলা চালিয়ে চেয়ার ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীদের মতে, এ হামলার পেছনে ছাত্রলীগের হাত রয়েছে।

সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হচ্ছিলেন এনসিপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকে। হঠাৎ করে কয়েকজন যুবক মঞ্চের পাশে থাকা চেয়ার ছুড়ে ফেলে এবং ভাঙচুর শুরু করে। তাদের আচরণ ছিল আগ্রাসী ও পরিকল্পিত। সমাবেশস্থলে উপস্থিত থাকা এনসিপি নেতাকর্মীরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান এবং ছাত্রলীগ বিরোধী স্লোগান দিতে থাকেন।

তারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এনসিপি নেতাকর্মীরা বলেন, "যদি আপনারা নিরাপত্তা দিতে না পারেন, আমাদের বলে দিন। আমরা নিজেরাই নিরাপত্তার ব্যবস্থা করবো।" দুপুর ২টার মধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতারাও ঘটনাস্থলে পৌঁছে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এর আগে সকালবেলা গোপালগঞ্জ জেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গোপীনাথপুর ফাঁড়ির ইনচার্জ আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ আহত হন। আহত পুলিশ সদস্যদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একদল যুবক পুলিশের গাড়িতে লাঠি দিয়ে আঘাত করছে এবং একজন পুলিশ সদস্য পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। ভিডিওতে তারা বলতে শোনা যায়, "আমরা এখনও রাজপথে আছি, গাড়ি ভেঙে ফেল, আগুন লাগাও।

এই ঘটনার কিছুক্ষণের মধ্যে গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে আরেকটি হামলার ঘটনা ঘটে। সেখানে ইউএনওর গাড়িচালক আহত হন বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর ইউএনও এম রকিবুল হাসান গণমাধ্যমে বলেন, "জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে বড় সমাবেশের আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় নেতাদের আগমনের খবর পেয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা পরিকল্পিতভাবে আমাদের গাড়িবহরে হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, ১ জুলাই থেকে এনসিপি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ ও মিছিল করছে দলটি। আজ গোপালগঞ্জে সেই কর্মসূচির সবচেয়ে বড় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এদিন একের পর এক হামলা ও সহিংসতার ঘটনায় গোটা জেলার রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শান্তিপূর্ণ পদযাত্রার ওপর এই ধরনের হামলা গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে এনসিপির পক্ষ থেকে।

コメントがありません