close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জ কাশিয়ানীতে ৩নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত..

M Obaydullah Al Mahmudi avatar   
M Obaydullah Al Mahmudi
গোপালগঞ্জ কাশিয়ানীর ৩ নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গোয়ালগ্রাম কামিল এম প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি কর্তৃক দ্বিবার্ষিক সম্মেলন ও দ্বিতীয় অধিবেশন আয়োজন করা হয়।..

 গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপি ৩ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও দ্বিতীয় অধিবেশন বুধবার (১১ জুন) বিকেল ৩টায় গোয়ালগ্রাম কামিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের প্রথম অধিবেশনে পবিত্র কুরআন তিলাওয়াত, অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, আলোচনা সভা এবং পূর্বের ইউনিয়ন আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

রাত ৯টায় শুরু হয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। এতে ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬০ জন কাউন্সিলরের সমর্থনে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির নতুন ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

 

নতুন নেতৃত্ব নির্বাচন

নির্বাচিত নতুন কমিটিতে এমএম আনোয়ার হোসেন (মটু) সভাপতি, মো. মশিউর রহমান মুক্তি সাধারণ সম্পাদক, মুনশি শহীদুল ইসলাম রিপন সহ-সভাপতি, মো. আসাদুজ্জামান মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. ইমদাদুল মোল্লা ও মো. মনির হোসেন স্বপন যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

অতিথিদের উপস্থিতি ও বক্তব্য

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:

মো. সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি, জেলা বিএনপি,ডা. কে এম বাবর, সদস্য, জেলা বিএনপি,মো. গোলাম মোস্তফা, সভাপতি, কাশিয়ানী উপজেলা বিএনপি,শেখ মো. সেলিম, সাধারণ সম্পাদক, কাশিয়ানী উপজেলা বিএনপি , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এমএম আনোয়ার হোসেন মটু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মশিউর রহমান মুক্তি।

এছাড়াও উপস্থিত ছিলেন:

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেনিন,সাধারণ সম্পাদক ফজলুল কবির,মুকসুদপুর উপজেলা বিএনপি সভাপতি আবদুস সালাম খান,সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু,কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-সভাপতি মুনশি আজিজুল হক নান্নু,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহিদুল আলম মুনা,উপজেলা যুবদলের আহ্বায়ক মুনশি এনামুল হক শিমুল,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরকান শরীফ টিটো ও যুগ্ম আহ্বায়ক শাহিন মুনশি , ছাত্রদল সভাপতি মো. আমিনুর ইসলাম সোহেলইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ

অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ এবং সংগঠনকে নতুন নেতৃত্বে এগিয়ে নেওয়ার এক গুরুত্বপূর্ণ ধাপ।

Nema komentara