close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

গোল্ডেন গ্লোবের মঞ্চ মাতালেন কারা?

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সমালোচকদের ভবিষ্যদ্বাণী একেবারে মিলে গেল, ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে বাজিমাত করল জ্যাক অঁদিয়ারের ছবি ‘এমিলিয়া পেরেজ’। বাংলাদেশ সময় সোমবার সকালে শুরু হয়ে শেষ
সমালোচকদের ভবিষ্যদ্বাণী একেবারে মিলে গেল, ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে বাজিমাত করল জ্যাক অঁদিয়ারের ছবি ‘এমিলিয়া পেরেজ’। বাংলাদেশ সময় সোমবার সকালে শুরু হয়ে শেষ হওয়া এই জমকালো আসরে, যৌথভাবে সর্বোচ্চ চারটি করে পুরস্কার ঘরে তুলেছে ‘এমিলিয়া পেরেজ’ এবং টিভি সিরিজ ‘শোগান’। ‘এমিলিয়া পেরেজ’ ও সাফল্যের গল্প গত ৯ ডিসেম্বর গোল্ডেন গ্লোবের মনোনয়ন তালিকা প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’। সর্বোচ্চ ১০টি মনোনয়ন পাওয়া এই ছবিটি মিউজিক্যাল-কমেডি বিভাগে সেরা ছবির পুরস্কারসহ আরও তিনটি পুরস্কার জিতে নেয়। ছবির পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য জোয়ি সালডানা সেরা অভিনেত্রীর পুরস্কার পান। মেক্সিকোর চার নারীর জীবনের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে এক কুখ্যাত মাদকসম্রাজ্ঞী নিজের ভুয়া মৃত্যুর খবর প্রচার করে নতুন জীবনের সন্ধানে একজন আইনজীবীর সাহায্য নেয়। দুঃসাহসিক এই গল্প ইতিমধ্যেই কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। অন্য বিজয়ীদের জয়যাত্রা ড্রামা বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে ব্র্যাডি করবেট পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন অড্রিয়েন ব্রডি, আর সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন ব্র্যাডি করবেট। এদিকে, কোরালি ফারগেটের ‘দ্য সাবস্ট্যান্স’-এর জন্য ডেমি মুর তার ক্যারিয়ারে প্রথমবারের মতো মিউজিক্যাল-কমেডি বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। সেবাস্তিয়ান স্ট্যান মিউজিক্যাল-কমেডি বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ‘আ ডিফারেন্ট ম্যান’-এর জন্য, আর ড্রামা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান ফারনান্ডা তোরেস তার অসাধারণ অভিনয়ের জন্য ‘আই অ্যাম স্টিল হেয়ার’-এ। অ-ইংরেজি ভাষার সিনেমা ও অ্যানিমেশন অ-ইংরেজিভাষী সিনেমা বিভাগে সেরা হয়েছে ‘এমিলিয়া পেরেজ’, আর সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার জিতেছে ‘দ্য ওয়াইল্ড রোবট’। টিভি বিভাগে শীর্ষে শোগান টিভি বিভাগে আলোচনায় থাকা ‘দ্য বিয়ার’ সর্বোচ্চ পাঁচটি মনোনয়ন পেলেও, সর্বোচ্চ চারটি পুরস্কার জিতে নিয়েছে ‘শোগান’। সেরা ড্রামা সিরিজের পাশাপাশি এটি আরও তিনটি পুরস্কার ঘরে তোলে। হেডলাইন: "গোল্ডেন গ্লোব ২০২৪: জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’ ও টিভি সিরিজ ‘শোগান’-এর রেকর্ড জয়!"
No comments found