রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়া গ্রামের মৃত কুব্বাত শেখের ছেলে দেলোয়ার হোসেন দেলো (৪৯)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জুন মঙ্গলবার রাত ১ টার দিকে সোহরাব মন্ডল পাড়া আসামীর নিজ বাড়ীর বসত ঘরের বারান্দা হতে তাকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।