close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গণঅধিকার পরিষদ রাজপথের সংগ্রামে বেড়ে ওঠা দল: ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমানের মতবিনিময় সভা..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ট্রাক প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এবং গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান বলেছেন, গণঅধিকার পরিষদ রাজপথের আন্দোলন সংগ্রাম থেকে গড়ে ওঠা একটি সংগঠন। এসি রুম বা ক্যান্টনমেন্টের নীলনকশা থেকে এই দল তৈরি হয়নি, তৈরি হয়েছে মানুষের কষ্ট অভিমান আর ন্যায়বিচারের দাবির ওপর দাঁড়িয়ে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনই ছিল আমাদের রাজনীতির বীজ। তখন থেকেই গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, ক্ষমতার দমন-পীড়ন, মামলা, হামলা, গ্রেফতার ও গুলিবিদ্ধ হওয়ার মতো ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করে টিকে আছে। এত দীর্ঘ নির্যাতনের মধ্যেও আমরা বিচ্যুত হইনি, বরং আরও দৃঢ় হয়েছি।

তিনি আরও বলেন, আজ দেশের মানুষ পরিবর্তন চায়। রাজনীতির নামে লুটপাট, দখলদারিত্ব, পরিবারতন্ত্র এসব থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ গড়তে আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমাদের দল আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা বিশ্বাস করি, রাজনীতির কেন্দ্রবিন্দু হবে নাগরিকের অধিকার, সুশাসন ও স্বচ্ছতা।

ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সুযোগ পেলে ঈশ্বরগঞ্জের রাস্তাঘাট ও ব্রিজ–কালভার্টগুলো আধুনিকায়ন, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, উপজেলা স্বাস্থ্যসেবায় বিশেষ সংস্কার এবং বেকার যুবদের কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করব। কৃষক, দিনমজুর, শ্রমিক সব শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পনা হাতে রয়েছে।

তিনি আরও যোগ করেন, রাজনৈতিক প্রতিশ্রুতি শুধু নির্বাচনের মৌসুমে নয়। নির্বাচনের পরও জনগণের সঙ্গে থেকে কাজ করাই আমাদের উদ্দেশ্য। একবার সুযোগ দিলে ঈশ্বরগঞ্জবাসী পরিবর্তনের স্বাদ পাবেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক, কাঞ্চন আহমেদ, গণঅধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মুখলেছ সরকার, মাওলানা রিয়াদুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি একরাম হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুব অধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাজু রায়হান, ছাত্র অধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এস. এ. রায়হান, সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

Geen reacties gevonden


News Card Generator