জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ফেনী জেলা শাখা।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) ফেনী শহরে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু তপন কর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ড্যাব নেতৃবৃন্দ জানান, এই কর্মসূচির মাধ্যমে মানুষের মাঝে মানবিকতা ছড়িয়ে দেওয়া এবং রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য।