গল্লাক বাজারের টয়লেটের দুর্ভোগের কথা সংবাদ স‌ম্মেলন ক‌রে জানালেন বাজার ব্যবসায়ীরা....

Abdul Kadir  avatar   
Abdul Kadir
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক হাজী ইমাম হোসেন আজ ৭মার্চ শুক্রবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানালেন বাজারে টয়লেটের জন্য নিদারুন দুর্ভোগ পোহাচ্ছে ব..

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক হাজী ইমাম হোসেন আজ ৭মার্চ শুক্রবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানালেন বাজারে টয়লেটের জন্য নিদারুন দুর্ভোগ পোহাচ্ছে ব্যবসায়ীরা। একদল উর্দ্দেশ‌্যপ্রনো‌দিত হ‌য়ে হীনস্বা‌র্থে পর্দার আড়া‌লে থে‌কে বাধা দি‌চ্ছে। 


লিখিত সংবাদ স‌ম্মেল‌নে গল্লাক বাজার ব‌্যাবসায়ী ক‌মি‌টির আহ্বায়ক ও যুগ্ন-আহ্বায়করা উপ‌স্থিত ছি‌লেন।


নিচে তার লিখিত বক্তব্য পাঠক‌দের জন‌্য  তুলে ধরা হলো। আমাদের গল্লাক বাজারের উত্তর মাথায় বাজারের সকল ব্যাবসায়ী এবং কাষ্টমার গনের ব্যবহার করার জন্য কোন টয়লেট না থাকার কারনে সকল ব্যবসায়ী গনের দির্ঘদিনের দাবীর প্রেক্ষীতে আমি এবং বাজারের ব্যবসায়ীগণ স্থানীয় চেয়ারম্যান নিকট একটি টয়লেট নির্মানের জন্য জোর দাবী জানাই। পরবর্তীতে চেয়ারম্যান মহোদয় বাজারের সকল ব্যবসায়ী গনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে উত্তর বাজারে একটি সরকারী পরিতাক্ত জায়গা নির্ধারন করেন। উক্ত পরিতাক্ত সরকারী জায়গাটি ইতিপূর্বে কয়েকবার দখলের চেষ্ঠা করেন জায়গার পার্শ্বে থাকা একজন ভবন মালিক এবং আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের আমলে ক্ষমতা অপব্যবহারকারী।

উক্ত জায়গার প্রায় ৩ (তিন) ফুট দখল করেন যাহা তৎকালিন বাজার কমিটির সভাপতি জনাব আলহাজ্ব আঃ মান্নান হাজী সাহেব সহ বাজারের অনেক ব্যবসায়ী গিয়ে ঐ দখলকারকে বাধা প্রদান করেন কিন্তু তি‌নি কাহারো কোন কথা না শুনে ক্ষমতার অপব্যবহার করে জোর পূর্বক দখল করে সিড়ি তৈরী করেন।

এবং অবশিষ্ট যায়গা দখল করতে না পারায় উক্ত ভবন মালিক (উনার ভবনটিও সরকারী দখলকৃত যায়গায়) বিভিন্ন ভাবে পূর্বের ফ্যাসিষ্ট উপায়ে উক্ত টয়লেট নির্মানে বাধা প্রদান করিতেছেন যাহা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃনিত। আমি বাজার কমিটির আহ্বায়ক হিসাবে উক্ত টয়লেট নির্মানে বাধাদানকারীর কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আমরা  টয়লেটটি সম্পূন আধুনিক উপায়ে তৈরী করা হবে। যাহাতে পরিবেশ দুষন না হয়। বাজার ব্যবসায়ী কমিটি কতৃক সবসময় টয়লেটটি পরিস্কাররের ব্যবস্থা করা হবে এ সময় উপস্থিত ছিলেন বলাক বাজারের ব্যবসায়ীগণ সঞ্চালনায় সংবাদ সম্মেলনে গল্লাক বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, হোসেন মুন্সি, মো. হারুনুর রশিদ, তোফায়েল আহম্মদসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন

Geen reacties gevonden


News Card Generator