close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে মনপুরার ৫নং কলাতলী ইউনিয়নের বাসিন্দাদের দুর্ভোগ, প্লাবিত প্রায় পুরো এলাকা..

Md Abdur Rahman Soyeb avatar   
Md Abdur Rahman Soyeb
আব্দুর রহমান সোয়েব
মনপুরা প্রতিনিধি:

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে ভোলা জেলার মনপুরা উপজেলার ৫ নং চর কলাতলী ইউনিয়ন। মূল মনপুরা থেকে বিচ্ছিন্ন এই ইউনিয়নটিতে নেই কোনো পর্যাপ্ত বেড়িবাঁধ, নেই স্থায়ী প্রতিরক্ষা অবকাঠামো।

প্রাকৃতিক দুর্যোগ এলেই চরের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এবারের ঘূর্ণিঝড়েও তার ব্যতিক্রম ঘটেনি। নদীর পানি প্রবল জোয়ারে চরে ঢুকে পড়ে বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষিজমি প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতি বছর এমন পরিস্থিতির শিকার হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো সমাধান আসেনি।

চর কলাতলীর এক বাসিন্দা বলেন,
"আমরা প্রতি বছরই এই দুর্ভোগে পড়ি, কিন্তু আমাদের দুর্দশার কথা কেউ দেখে না।"

উল্লেখ্য, চর কলাতলী ইউনিয়নটি ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উপযুক্ত বাঁধ ও অবকাঠামোগত উন্নয়ন না হলে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা বারবার হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

 

Комментариев нет


News Card Generator