৬৮ হাজার দর্শকের উপস্থিতিতে জমজমাট এই সেমিফাইনালে প্রথমে এগিয়ে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরুতেই জসুয়া কিমিখের পাস থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তরুণ তারকা ফ্লোরিয়ান উইর্টজ।
তবে গোল হজমের পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে পর্তুগাল। খেলার ৭২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা কনসিসাও গোল করে দলকে সমতায় ফেরান। আর এরপরই মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রোনালদোর দল।
ম্যাচের ৭৭তম মিনিটে গোলবার ফাঁকা পেয়ে বল জালে পাঠিয়ে দেন ৪০ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। এই গোলেই জয় নিশ্চিত করে পর্তুগাল।
আগামী ১০ জুন ফাইনালে শিরোপা লড়াইয়ে নামবে পর্তুগাল। তবে প্রতিপক্ষ কে হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আজকের দ্বিতীয় সেমিফাইনালের ফল পর্যন্ত—যেখানে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।