ঘোষণার ৯ দিনের মাথায় ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত
পাবনার ফরিদপুর উপজেলায় বিএনপির গঠিত আহ্বায়ক কমিটি গঠনের মাত্র ৯ দিনের মাথায় বাতিল ঘোষণা করা হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত পুরাতন নেতাদের উপেক্ষা করে গঠিত এই কমিটি নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের তীব্র প্রতিবাদ, ক্ষোভ এবং বিক্ষোভের মুখেই অবশেষে গত ১০ জুন গঠিত এই কমিটি ১৯ জুন বাতিল করা হয়।
জানা গেছে, ১০ জুন ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে আব্দুদ দাইয়ান মঞ্জু এবং সদস্যসচিব হিসেবে জিয়াউর রহমান জিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের নেতৃত্বাধীন কমিটি অতি দ্রুতই উপজেলার ৬টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা করে নিজেদের অবস্থান শক্ত করতে তৎপর হয়ে পড়ে। কিন্তু এসব কমিটিতেও দলের দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী এবং রাজপথে থাকা নেতাকর্মীদের বাদ দেওয়া হয়।।
এই ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরে বিএনপির তৃণমূল পর্যায়ে চরম হতাশা, ক্ষোভ এবং দলীয় ভাঙনের আশঙ্কা তৈরি হয়। স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান এবং সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্থানীয় মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে নিজের পছন্দমতো লোক দিয়ে কমিটি দিয়েছেন, যা দলের আদর্শ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীত।