close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঘাটাইলে স্বস্তির বৃষ্টি, দীর্ঘ তাপপ্রবাহ শেষে জনজীবনে ফিরে এলো প্রশান্তি..

আশিকুর রহমান avatar   
আশিকুর রহমান
📝 ঘাটাইল প্রতিনিধি: আশিকুর রহমান

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় টানা কয়েকদিনের তীব্র গরম ও দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। বিশেষ করে কোরবানির ঈদের পর থেকেই সূর্য যেন অসহনীয় উত্তাপ ছড়াচ্ছিল। প্রচণ্ড রোদ্রের তাপে নাজেহাল হয়ে পড়েছিল জনজীবন। কর্মজীবী মানুষ, দিনমজুর ও পথচারীরা পড়েছিলেন চরম ভোগান্তিতে।

 

গতকাল রাত থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ (সোমবার) সকাল আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। মৃদু বাতাস আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চারপাশের পরিবেশ অনেকটা শান্ত ও ঠান্ডা হয়ে আসে।

 

বৃষ্টির কারণে তাপমাত্রা হ্রাস পেয়ে এসেছে এবং প্রকৃতিতেও ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। গ্রামের মাটির পথ, ফসলের খেত, গাছপালা যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিনের গরমে তাদের স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছিল। বিশেষ করে দুপুরের পর ঘর থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ বৃষ্টি তাদের মনে স্বস্তি এনেছে।

 

এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আরও কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যা কৃষিকাজের জন্যও বেশ উপকারী হবে বলে মনে করছেন কৃষকরা।

 

📸 ছবি: ঘাটাইলের এক গ্রামের সকাল বেলার চিত্র (ছবি: আই নিউজ বিডি)

没有找到评论