close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ঘাটাইলবাসীর জন্য সুখবর: ঘরে বসেই অর্ডার করুন পছন্দের খাবার ও প্রয়োজনীয় পণ্য!..

আশিকুর রহমান avatar   
আশিকুর রহমান
এবার ঘরে বসেই খাবার অর্ডার করতে পারবেন ঘাটাইলবাসী

ঘাটাইলবাসীর জন্য সুখবর: ঘরে বসেই অর্ডার করুন পছন্দের খাবার ও প্রয়োজনীয় পণ্য!

 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মানুষের জন্য এক দারুণ খবর! এখন আর খাবারের জন্য বাইরে যেতে হবে না, ঘরে বসেই ফেইসবুক মেসেঞ্জারে মেসেজ করেই পাওয়া যাবে পছন্দের রেস্টুরেন্টের খাবার। ‘ঘাটাইল খাবার ডেলিভারি’ নামে একটি নতুন উদ্যোগ চালু হয়েছে, যা ঘাটাইলের যেকোনো প্রান্ত থেকে খাবার অর্ডার করার সুযোগ দিচ্ছে।

 

এই সেবার মাধ্যমে ঘাটাইল উপজেলার প্রতিটি গ্রাম, এমনকি প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যাবে পছন্দের খাবার। শুধু খাবারই নয়, প্রয়োজনীয় বিভিন্ন পণ্যও পাওয়া যাবে একই প্ল্যাটফর্মে।

 

‘ঘাটাইল খাবার ডেলিভারি’ পেইজের একজন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান,

 

> “আমরা ঘাটাইলবাসীর চাহিদা ও সুবিধার কথা ভেবেই এই সার্ভিস চালু করেছি। বর্তমানে ঘাটাইলে ফুডপান্ডা বা অন্য কোনো জাতীয় খাবার ডেলিভারি সার্ভিস নেই। তাই আমরা চাইছি স্থানীয়ভাবে ঘাটাইলের মানুষ যেন ঘরে বসেই সবকিছু অর্ডার করতে পারে।”

 

 

 

তিনি আরও বলেন,

 

> “অর্ডার করার জন্য পেজে মেসেজ দিলেই আমাদের টিম রেসপন্স করবে। প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করেও খাবার বা প্রয়োজনীয় জিনিস অর্ডার করা যাবে। অগ্রিম কোনো টাকা দিতে হবে না – ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে।”

 

 

 

এই সার্ভিস ঘাটাইলের সব বয়সী মানুষের জন্যই অনেক বড় সহায়তা হতে পারে, বিশেষ করে বয়স্ক, অসুস্থ অথবা কর্মব্যস্ত মানুষদের জন্য।

 

📌 কীভাবে অর্ডার করবেন?

 

১. ফেসবুকে ‘ঘাটাইল খাবার ডেলিভারি’ পেইজে প্রবেশ করুন।

২. পছন্দের খাবার বা পণ্যের জন্য মেসেজ দিন।

৩. নিশ্চিত করার পর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে কল/মেসেজ করুন: 01603-792369

৪. আপনার ঠিকানায় পৌঁছে যাবে পছন্দের খাবার।

 

এই সার্ভিসে পাওয়া যাবে:

 

ঘাটাইলের জনপ্রিয় সব রেস্টুরেন্টের খাবার

 

চা, ফাস্টফুড, ভাত, বিরিয়ানি, খিচুড়ি

 

ঠান্ডা পানীয়, মিষ্টি, ফুচকা, আইসক্রিম

 

দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যও পাওয়া যাবে খুব দ্রুত

 

 

ঘাটাইলের এই নতুন উদ্যোগ স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও মনে করছেন অনেকে।

कोई टिप्पणी नहीं मिली