সংবাদ পেয়ে সদর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত আনোয়ার হোসেন সৌরভকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। জানা যায়, আহত আনোয়ার হোসেন সৌরভ দৈনিক বাংলাদেশের আলো সংবাদপত্রের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে স্থানীয় এলাকায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে মানুষকে ভয়-ভীতি দেখানোর অভিযোগ রয়েছে বলে জানা যায়। একসময় সে পুলিশের সোর্স হিসেবেও কাজ করতো। একাধিক নারীর সাথে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত রয়েছে এই লম্পট সাংবাদিক (ছবি সংযুক্ত)।
অন্যদিকে নির্মমভাবে হত্যার শিকার অপর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের উপর হামলাকারীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাধীন, কেটু মিজান এবং জালাল নামের তিনজনকে শনাক্ত করা হয়েছে।