close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

গাজীপুরে শিক্ষককে মারধর: যুবদল নেতা রনি বহিষ্কার, গ্রেফতার অভিযানে পুলিশ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এক শিক্ষকের ওপর হামলার ঘটনায় গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছ
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এক শিক্ষকের ওপর হামলার ঘটনায় গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে রনির বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। অভিযোগ উঠেছে, বঙ্গবন্ধু সরকারি বিদ্যালয়ের অফিস কক্ষে সহকারী শিক্ষক বশির উদ্দিন ও প্রধান শিক্ষক আনন্দ কুমার সাহার সঙ্গে আড্ডা দেওয়ার সময় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, যুবদল কর্মী রাকিব হাসানসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করেন। তারা বশির উদ্দিনকে জোর করে প্রধান ফটকে নিয়ে গিয়ে মারধর করেন। এসময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিজভী আহমেদ তাকে বাঁচাতে গেলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনায় শিক্ষক বশির উদ্দিনের স্ত্রী সিফাত-ই মনোয়ার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বহিষ্কারের কারণ ও দলীয় বক্তব্য যুবদলের কেন্দ্র থেকে জানানো হয়েছে, রনির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। বহিষ্কারের নির্দেশনায় বলা হয়েছে, "দলের কোনো নেতার অপকর্মের দায় সংগঠন নেবে না। সকল পর্যায়ের নেতাকর্মীদের রনির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান বলেন, "তাৎক্ষণিক সিদ্ধান্তে রনিকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত অন্যদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।" পুলিশের বক্তব্য কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জামিল হোসেন বলেন, "ঘটনার পর থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।"এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।
No se encontraron comentarios